সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া চাকরি ফেরানোর দাবিতে আগামী ১৬ ই জুন সোমবার বিধানসভা অভিযানের ডাক দিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। শহিদ মিনার চত্বরে গতকাল এক সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের তরফে সুমন বিশ্বাস ফের একবার যোগ্য চাকরিহারাদের সসম্মানে চাকরিতে ফেরানোর এবং ২২ লক্ষ ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশের দাবী জানান। তিনি বলেন, OMR শিটের মিরর ইমেজ প্রকাশ করা হলে সমস্ত যোগ্য চাকরিহারাদের চাকরি বেঁচে যাবে। এই দাবি নিয়েই বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৬ই জুন বেলা বারোটায় জমায়েত করে বিধানসভা অভিযান করবেন তারা। পুলিশ বাধা দিলে পাল্টা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারী দেওয়া হয়েছে।
এদিকে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে আইনি লড়াই কোন পথে যাবে - তা নিয়ে আলোচনা করতে গতকাল প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে দেখা করেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। ২২ লক্ষ OMR শিট প্রকাশ করা ও চাকরিতে পুনর্বহালের দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আইনি লড়াইয়ে কিভাবে চাকরি ফিরে পাওয়া সম্ভব তা নিয়ে প্রাক্তন সিবিআই কর্তার সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। অন্যদিকে উপেনবাবু জানিয়েছেন, শিক্ষকরা সঠিকভাবেই লড়াই করছেন। আইনি পথেই চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মনে করেন।