JNU Violence: ‘ঐশীর মাথায় রক্ত নয়, রং দেওয়া হয়েছিল৷’ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ (Photo Credit: ANI)

কলকাতা, ৮ জানুয়ারি: বিতর্কিত মন্তব্য যেন তাঁর রোজকার অভ্যেস, এমনটাই ধারণা সমালোচক মহলে। আবারও তাঁর কথা ঘিরে ছড়াল বিতর্ক৷ গতকাল মঙ্গলবারও ফের জেএনইউ (JNU) নিয়ে মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (West Bengal BJP President)। তিনি বলেন, জেনইউয়ের তাণ্ডব আসলে সাজানো ঘটনা। জেএনইউএসইউ ছাত্র সভাপতি ঐশী ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনাও নিছকই পরিকল্পিত। সোশাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ঐশীর মাথা থেকে ঝরে রক্ত পড়তে দেখা যায়৷ সেই প্রসঙ্গেই দিলীপের মন্তব্য, ‘ঐশীর মাথায় রক্ত নয়, রং দেওয়া হয়েছিল৷’ এমন মন্তব্য ঘিরে ফের যেমন সমালোচনার কেন্দ্রে এসেছেন তিনি। তেমনই হলেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলড।

৫ জানুয়ারি দিল্লির (Delhi) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সোচ্চার হয়েছেন পড়ুয়া থেকে রাজনীতিবিদ, সেলেব থেকে বুদ্ধিজীবিমহল৷ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে৷ কলকাতার (Kolkata) রাস্তায় জেএনইউয়ে হামলার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া৷ মিছিলে সামিল ছিলেন অন্যান্য কলেজের পডুয়ারাও৷ শান্তিনিকেতনেও প্রতিবাদ মিছিলে সামিল হন বিশ্বভারতীর পডুয়ারা৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তদন্ত ভার সঁপে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের কাছে। গত মঙ্গল বারই হামলার দায় স্বীকার করে নিয়েছে হিন্দু রক্ষা দল। এমন মুহূর্তেও জেনএনইউয়ে হামলার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ এবিপি আনন্দের খবর অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন দিলীপ৷ সেখানেই জেএইউয়ের ঘটনা সাজানো বলে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি৷ আরও পড়ুন: Dilip Ghosh: রাস্তা আটকে সিএএ-র সমর্থনে বিজেপির সভা, অ্যাম্বুল্যান্সকে পথ ছাড়লেন না দিলীপ ঘোষ

ফি বৃদ্ধি-সহ (Fee Hike) একাধিক অভিযোগ নিয়ে রবিবার দিনভর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংসদের কর্মীরা৷ সন্ধেয় আচমকা মুখে কাপড় বেঁধে ক্যাম্পাসে ঢোকে ৪০-৫০ দুষ্কৃতী৷ হাতে লাঠি, রড, বাঁশ, কাঠ নিয়ে ক্যাম্পাস জুড়ে তাণ্ডব চালাতে থাকে দুষ্কৃতীরা৷ ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুরও চালায় দুষ্কৃতীরা৷ এরপর বেছে বেছে বাম সমর্থক ছাত্র ছাত্রীদের বেধড়ক মারধর করা হয়৷ রডের ঘায়ে মাথা ফাটে জেএনইউ বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের (Aishe Ghosh)৷ আক্রান্ত হন আরও বেশ কয়েকজন বাম সমর্থক ছাত্রছাত্রী৷ মারধরের হাত রেহাই মেলেনি অধ্যাপকদের৷ জেএনইউয়ের গার্লস হস্টেলে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা৷