Tathagata Roy (Photo Credit: IANS)

কলকাতা, ১৪ নভেম্বর: জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) জন্মদিনে তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। আজ সকালে পরপর কয়েকটি টুইট কররেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। টুইটে তথাগত লেখেন, "১৮৮৯ সালের এই দিনে জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন। হায়, তিনি যদি না থাকতেন! সমস্ত প্রাদেশিক কংগ্রেস কমিটি প্যাটেলকে (Vallabhbhai Patel) পছন্দ করলেও গান্ধী (Mahatma Gandhi) এই লোকটিকে দেশের উপর চাপিয়ে দিয়েছিলেন।"

এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজের ফিরিস্তি তুলে ধরেছেন তথাগত। তিনি লিখেছেন, "তিব্বতে চিনা অধিগ্রহণে স্বীকৃত দিয়েছেন। হিন্দি-চিনি ভাই ভাই এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিকে অস্ত্রের পরিবর্তে জনতা কেরোসিনের স্টোভ তৈরি করিয়েছেন। ১৯৬২ সালে চিনা আগ্রাসনে পড়ে অজান্তেই অসম ছেড়ে দেন। এছাড়াও চিনাদের তাড়ানোর জন্য বিমান বাহিনী ব্যবহার করতে অস্বীকার করেন। দেশে নিজের পরিবারের বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করেছেন, তাঁর পরিবারই তাঁর দল ও দেশকে ধ্বংস করেছে।" আরও পড়ুন: Jawaharlal Nehru’s Birthday: জন্মদিনে জওহরলাল নেহরুকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এরপর তথাগত লেখেন, "হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তিনি আইআইটি তৈরি করেছিলেন। তিনি একা ভারতের গণতান্ত্রিক কাঠামো তৈরি করেননি। প্যাটেল, আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ সকলেই এতে অবদান রেখেছিলেন।