Kolkata Rain: নিম্নচাপের ফলে সারারাত ভাসানোর পর সকালেও চলছে বৃষ্টি, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
বৃষ্টি ফাইল ফোটো (Photo Credits: IANS)

কলকাতা, ২৪ জুলাই: রাতভর ভাসানোর পর, সকালেও কখনও টিপটিপ, তো কখনও অঝোরে চলছে বৃষ্টি (Rain)। মোট কথা অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। উইকএন্ডের মেজাজটা ধরিয়ে দিল বৃষ্টি। অবশ্য শনিবারও যাদের কাজে যেতে হচ্ছে তাদের ভোগান্তির একশেষ। সারারাত বৃষ্টির পর আজ, শনিবার সকালেও চলছে বৃষ্টি। নিম্নচাপের কারণেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। নিম্নচাপ ছাড়াও মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতা ও শহরতলীতে বৃষ্টি হয়েছে ৪৯.৩ মিলিমিটার। আরও পড়ুন: করোনা বিধি ভাঙল পাকিস্তান, মাস্ক ছাড়াই টোকিও অলিম্পিকের আসরে খেলোয়াড়রা

আজ, শনিবার সারাদিনই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া দাপটে আজ সারাদিনই বৃষ্টিতে ভিজবে শহর ও শহরতলি। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আজ সবচেয়ে বেশি বৃষ্টি হওযার পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপটি।

বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া দাপটে আজ সারাদিনই বৃষ্টিতে ভিজবে শহর ও শহরতলি।