পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: কলকাতার (Kolkata) ছাড়িয়ে এবার নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে জেলাসফর শুরু করেছেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পুরুলিয়া দিয়েই আজ সোমবার থেকে সেই সফরের শুরু। গতকাল হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝাড়খণ্ড গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি চলে আসেন পুরুলিয়ায়। এদিন CAA-NRC-র প্রতিবাদে পুরুলিয়া টাউনে মিছিল করে ৫ কিলোমিটারের হাঁটেন তিনি। সেই মিছিল থেকেই গোটা দেশকে তিনি বার্তা দেন- বিজেপিকে গোটা দেশে একঘরে করে দেওয়ার।
লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের (TMC) হাতছাড়া হয়েছিল পুরুলিয়া (Purulia) । তাই এই জেলাকে দিয়েই সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী বলেই মত একাংশে। এদিন মিছিল শুরুর আগে সমাবেশ থেকেই আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বৈধভাবে এদেশে বসবাসকারী নাগরিকদের নাগিরকত্ব কেড়ে নিতে চাইছে বিজেপি। সবার কাছে আমার অনুরোধ, একজোট হয়ে তাই বিজেপিকেই গোটা দেশে একঘরে করে দিন।' পাশাপাশি আরও একবার মমতা জানিয়ে দেন, 'CAA বাতিল না হলে আমি আন্দোলন থামাব না। আপনারা শুধু ভোটার লিস্টে নাম রয়েছে কিনা দেখে নিন। বাকি আমি দেখে নেব। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। দেশ থেকে তাড়াতে দেব না।' সদ্য NPR চালুর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শুরু থেকেই রাজ্যে তা হবে না বলে জানিয়ে দিয়েছে কেরালা ও পশ্চিমবঙ্গ। সেই প্রসঙ্গে আজ ফের একবার তিনি জোর গলায় বলেন, 'বাংলায় NPR হবে না।' আরও পড়ুন: Mamata Banerjee: 'দেশ থেকে কাউকে বের হতে দেব না, এটি আপনার ঠিকানার আন্দোলন', পুরুলিয়ার সিএএ বিরোধী পদযাত্রায় জোরালো বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
এছাড়াও তিনি এদিন বলেন, "১৮ বছরের ছেলেমেয়েদের ভোট দেওয়ার অধিকার (Right) আছে। আর ওরা আন্দোলন করতে পারবে না? ছাত্রছাত্রীদের (Students) ওপর অত্যাচার চালাচ্ছে বিজেপি সরকার। হোস্টেলে ঢুকে মারধর করছে তারা। এনআরসি করে দেশ থেকে তাড়ানোর চেষ্টা চলছে। আমাদের সাংসদদের লখনউতে ঢুকতে দেওয়া হল না। এদিকে বিজেপি রাজ্যে একের পর এক মিছিল করে চলেছে। তাহলে দেখুন গণতন্ত্র কোথায় আছে? এই আন্দোলন সব রাজ্যে হচ্ছে। এই আন্দোলন আপনার ঠিকানার আন্দোলন। সবাই একজোট হন, বিজেপিকে একা করে দিন।"