ISKCON Temple (Photo Credits: Twitter)

মায়াপুর, ৭ মেঃ নবদ্বীপ মায়াপুরের ইসকন (ISKCON) মন্দিরের এক সন্ন্যাসীর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস (International Society for Krishna Consciousness)-এর ওই সন্ন্যাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন মন্দিরের এক নিরাপত্তারক্ষী। স্থানীয় পুলিশ স্টেশনে দায়ের করেছেন ধর্ষণের অভিযোগও। ধর্ষণের মামলা দায়ের হতেই পলাতক ইসকনের অভিযুক্ত মহারাজ। ধর্ষণের মামলা দায়ের হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন ইসকন কর্তৃপক্ষ।

ওই নিরাপত্তারক্ষীর অভিযোগ, তাঁকে নিজের চেম্বারে ডেকে পায়ু সঙ্গমে বাধ্য করেন ইসকনের ওই সন্ন্যাসী (ISKCON Monk)। এমনকি এই কথা যদি সে কাউকে জানায় তাহলে তাঁকে কাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। এই ভয় দেখিয়ে মন্দিরের আরও পাঁচ নিরাপত্তারক্ষীর সঙ্গে জোরপূর্বক পায়ু সঙ্গম করেন অভিযুক্ত সন্ন্যাসী। এরপরেই সোচ্চার হন নির্যাতিত নিরাপত্তারক্ষীদের মধ্যে একজন। স্থানীয় থানায় ইসকন মহারাজের বিরুদ্ধে দায়ের করেন ধর্ষণের মামলা।

ইসকন (ISKCON) কর্তৃপক্ষের তরফে অভিযুক্ত সন্ন্যাসীকে সাময়িক সময়ের জন্যে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে মন্দিরের শৃঙ্খলারক্ষা কমিটিকে এই বিষয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।