Kolkata: লকডাউনে মিলল না অ্যাম্বুলেন্স, দুর্ঘটনায় আহত সন্তানকে নিয়ে ভ্যানে নিয়ে ঘুরলেন অসহায় বাবা
অ্যাম্বুল্যান্স (Photo Credit: ANI)

কলকাতা, ৮ অগস্ট: আজ রাজ্যজুড়ে লকডাউন (Lockdown)। কলকাতার রাস্তা প্রায় শুনসান। এরই মধ্যে মিলল অমানবিকতার ছবি। অ্যাম্বুলেন্স (Ambulance) না পেয়ে দুর্ঘটনায় আহত সন্তানকে নিয়ে ভ্যানে করে হন্যে হয়ে ঘুরলেন অসহায় বাবা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লকডাউনে শহরের একাধিক মোড়ে পুলিশের অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকলেও তারা সাহায্য করেনি। রক্ত ও স্যালাইন চলা অবস্থাতেই ভ্যানে দীর্ঘক্ষণ পড়ে রইল আহত বালক।

খবর অনুযায়ী, গতকাল রাতে রামমন্দিরের (Rammandir) কাছে এক বালক দুর্ঘটনায় জখম হয়। রাতেই এনআরএস হাসপাতালে ভরতি করা হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ সকালে তাকে আরজিকরে স্থানান্তর করা হয়। এনআরএস থেকে ভ্যানে করেই তাকে নিয়ে আরজিকরে যায় পরিজনরা। আরজিকর কর্তৃপক্ষ জানায়, নথিতে পুলিশের সই নেই। আরও পড়ুন, কেরালার কারীপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে দু'টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত ১৪, আহত ১২৩

একথা শুনে ভ্যানে করে আবার অসুস্থ বালককে আনা হয় জোড়াসাঁকো থানায়। সেখানে সই করিয়ে নিয়ে আবার আরজিকর হাসপাতালে ফিরে যায় পরিবার। এরপর তাকে সেখানে ভরতি নেওয়া হয়।