Photo Source: ANI Twitter

কলকাতা, ১৩ এপ্রিল: করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ঠিক কত। সেটা স্পষ্ট করে জানাচ্ছে না মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) সরকার। এমনটাই দাবি ICMR-র। India Today-কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন ICMR-NICED-র ডিরেক্টর ড. শান্তা দত্ত।

ICMR-NICED-র ডিরেক্টর ড. শান্তা দত্ত দাবি করেন, 'গত সপ্তাহে আমরা প্রতিদিন মাত্র ২০ টি করে স্যাম্পেল পাচ্ছিলাম পশ্চিমবঙ্গ থেকে। যেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। রাজ্য সরকার যদি আরও বেশি করে স্যাম্পেল পাঠায়। তাহলে আরও দ্রুত পরীক্ষা করা সম্ভব। নমুনা সংগ্রহের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, আমার মনে হয় সেই নির্দেশ অনুযায়ী নমুনা সংগ্রহ করা হচ্ছে না, যার জন্য এই খামতি রয়েছে।' আরও পড়ুন: Poila Boishak Traditional Dishes: চিতল মাছের মুইঠ্যা থেকে লিচু-পায়েস, বাঙালির পাতে শুধুই বাঙালিয়ানার ছোঁয়া 

India Today-কে আরও ড. দত্ত আরও জানিয়েছেন, 'শুরুর দিকে যেভাবে নমুনা পাঠানো হত, সেই সমসংখ্যক নমুনা এখন পাঠানো হয়না। শুরুর দিকে শুধুমাত্র ICMR-এ করোনা নমুনা পরীক্ষা করা হত। কিন্তু এখন পশ্চিমবঙ্গে NICED-ও রয়েছে এই নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য।' পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে করোনা টেস্টিং কিট নেই বলে দাবি করেছিলেন মমতা ব্যানার্জি। সেই দাবিকেই নস্যাৎ করলেন ড. দত্ত। তিনি বলেন, 'ICMR বহুদিন আগেই NICED-কে ৪২,৫০০ কিট সরবরাহ করেছে।' ওই চিকিৎসক আরও জানিয়েছেন, 'করোনা টেস্টিং কিট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালিত মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি আমরা ওড়িশা এবং পোর্ট ব্লেয়ারেও কিছু কিট পাঠিয়েছি। এই মুহূর্তে আমাদের কাছে আরও ২৭,০০০ কিট রয়েছে।'

অন্যদিকে, NICED-র ডিরেক্টর দাবি করেছেন, রাজ্য সরকারকে ৭,৫০০ কিট দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে গত ১২ এপ্রিলের বুলেটিনে দাবি করা হয়েছে, ওই দিন পর্যন্ত ২,৫২৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে।