Photo Credits: IANS

কলকাতা, ২ মে: সেই ২ মে। দু বছর আগে আজকের দিনেই বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2023) বিজেপিকে উড়িয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বাংলায় ছুটে এসে জোর প্রচার করেও দিদিকে হারাতে পারেননি। সেই ২মে-তেই বিজেপি-র বিরুদ্ধে বিরোধী জোটের ডাক দিলেন মমতা। নিজের টুইটার অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম এক বিডিয়ো বার্তায় বললেন, " মানুষের শক্তির থেকে আর বেশী শক্তিশালী কিছু হতে পারে না। ভারতের ভালর জন্য পরিবর্তন দরকার। মা-মাটি-মানুষ দিবস উপলক্ষ্যে আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি বিজেপির মিথ্যা রাজনীতির বিরুদ্ধে এক হওয়ার। দেশের সব বিরোধী দলগুলি একসঙ্গে হলে বিজেপি হারাবে। আর তাহলেই বিভেদের রাজনীতি করা শক্তির বিরুদ্ধে জিতবে ভারত। "

ইতিমধ্যেই নীতীশ কুমার নবান্নে মমতার সঙ্গে দেখা করে দেশের বিজেপি বিরোধী দলগুলিকে এক করার চেষ্টা করেছেন। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কেসি রাও-ও একই কাজ করার চেষ্টা করছেন। পিছিয়ে নেই সমাজবাদী পার্টির প্রদান মুলায়াম সিং যাদবও। কংগ্রেসও ইতিমধ্যেই দেশের বিরোধী দলগুলিকে একসঙ্গে লড়ার বার্তা দিয়ে বৈঠক শুরু করেছে। আরও পড়ুন-বিহারে শিক্ষক নিয়োগে নির্দেশিকা, ১.৭৮ লক্ষ চাকরিতে নিয়োগে সম্মতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের

দেখুন মমতার ভিডিয়ো বার্তা

এদিকে, আজ থেকে ঠিক দু বছর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি-কে পরাস্ত করে, বাম-কংগ্রেস জোটকে ধরাশায়ী করে বাংলার মসনদে তৃতীয়বার বসা নিশ্চিত করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। যাবতীয় সংশয়, কী হয় কী হয় ভাব উড়িয়ে ২ মে, ২০২১ সালে প্রকাশিত হওয়া বাংলায় বিধানসভা নির্বাচনে জয়জয়কার হয়েছিল মমতার। ২৯৪টি-র মধ্যে ২১৫টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল। ২০১১,২০১৬-র পর ২০২১ বিধানসভা নির্বাচনে জেতে দিদির দল। অথচ বিজেপি যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রচারে সর্বস্ব দিয়ে বাংলায় মমতাকে হারাতে নেমেছিল, তাতে মনে হচ্ছিল এবার মসনদ হারাতে পারেন দিদি। কিন্তু বাংলার মানুষ মমতা দিয়েছিল তৃণমূলকেই।

এই নিয়ে টুইটারে মমতা বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে লিখলেন, ২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।