১.৭৬ লক্ষ শিক্ষক নিয়োগ করতে চলেছে বিহার সরকার। এই মর্মে মঙ্গলবার ক্যাবিনেটে পাশ হয়েছে নির্দেশিকা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বসেছিল এই ক্যাবিনেট মিটিং। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষক নিয়োগের।
নিয়ম অনুযায়ী যারা বিএড বা সেন্ট্রাল এবং রাজ্যের টেট পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন এই পদের জন্য।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের(BPSC) তত্ববধানে নেওয়া হবে পরীক্ষা। সফল পরীক্ষার্থীদের প্রাইমারী, আপার প্রাইমারী এবং ১২ ক্লাসের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে।
এই পরীক্ষার মধ্যে দিয়ে ৮৫,৪৭৭ প্রাইমারী শিক্ষক, ১,৭৪৫ আপার প্রাইমারী শিক্ষক এবং ৯০,৮০৪ (৯ থেকে ১২) ক্লাসের শিক্ষক নিযুক্ত করা হবে।
#Bihar cabinet passed an order to recruit 1.76 lakh new #teachers.
The Cabinet meeting was chaired by Chief Minister #NitishKumar. With this decision youths, who have passed B.Ed and central or state TET, will be eligible for the jobs. pic.twitter.com/Ranr6dthQb
— IANS (@ians_india) May 2, 2023