কলকাতা, ২ মে: করোনা-দুর্যোগের মধ্যে চলছেই রাজনৈতিক লড়াই। কখনও টুইটে আবার কখনও চিঠিতে। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ১৩ পাতার চিঠির পাল্টা উত্তরে প্রাথমিকভাবে তিনটি টুইট করলেন জগদীপ ধনখড়। তবে, সংবিধানের বিষয়টি নিয়ে টুইটে সেভাবে কোনও উচ্চবাচ্য করেননি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেই বিষয়টি নিয়ে পরে তাঁর মতামত জানাবেন বলে জানান রাজ্যপাল। আরও পড়ুন: Mamata Banerjee: 'এভাবে কথা বলতে পারেন না', জগদীপ ধনখড়কে কড় চিঠি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
শনিবার বিকেলে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল। প্রথম টুইটে মমতা ব্যানার্জির চিঠিকেই ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। জগদীপের স্পষ্ট বক্তব্য, মুখ্যমন্ত্রী চিঠির কোনও ‘মাথামুন্ডু’ নেই। একইসঙ্গে তিনি মমতার কাছে আর্জি জানিয়েছেন, রাজ্য এই মুহূর্তে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এটি লড়াই কিংবা সমালোচনার সময় নয়। বরং পরিস্থিতির মোকাবিলা করতে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত।
Response to my letter dated 24/4 has been sent @MamataOfficial today and is in public domain. Hence this comment prior to response
At the outset in this critical time I urge her to focus on grim situation and work in togetherness towards alleviating untold public miseries(1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020
এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসঙ্গে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন।সেই বিষয়টি নিয়ে দ্বিতীয় টুইটে রাজ্যপাল বলেন, ‘রাজ্য সরকারকে সমস্ত সহযোগিতা করতে চাই আমিও। আমিও প্রথম থেকে এই বিষয়টিই বলার চেষ্টা করছিলাম। এতদিন পর মুখ্যমন্ত্রী সেই কথাটিই বলেছেন।‘
While I find no substance in her version, both in fact and law, I appreciate her stance ‘for full cooperation with State Government’. Persistently I had been beseeching her to work in togetherness as we are faced virtually with roof falling situation. Hope she acts as such.(2/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020
আর তৃতীয় এবং সর্বশেষ টুইটে রাজ্যপাল বলেন, এখন লড়াই কিংবা একে অপরকে দোষারোপ করার সময় নয়। বরং এই জটিল পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়। সেটা পথ খুঁজতে হবে। তবে, পরে মমতা ব্যানার্জির ১৩ পাতার চিঠির উত্তর রাজ্যপাল। সেই বিষয়টিও তৃতীয় টুইটে তিনি উল্লেখ করেন। কারণ মমতা ব্যানার্জি চিঠিতে সংবিধানের কথা উল্লেখ করেছেন। তাই সেই নির্দিষ্ট বিষয়ের পাল্টা জবাব দেবেন ধনখড় খুব তাড়াতাড়িই।
No time to bicker. There are no sane takers for this unseemly scenario.
I have held enough close to my chest- looks like revealing is becoming unavoidable.
Reply will be sent as her letter has content to which I cannot subscribe as it eclipses essence of constitution. (3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020