বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের চেষ্টা করল স্বামী। মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতের (Kalyani Sub Division Court) সামনে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক জানা যাচ্ছে, আক্রান্ত মহিলার নাম রূপালী হালদার, বয়স ২৯। নদিয়ার শিমুরালির বাসিন্দা ওই মহিলা। তিন বছর আগে স্বামী সুমন সাহার সঙ্গে অশান্তি হয়, তারপর থেকেই মহিলা ঘরছাড়া ছিলেন। যদিও সুমন ও তাঁর পরিবারের তরফ থেকে প্রথমে মিসিং ডায়েরি করা হয়। পরে তাঁরা বুঝতে পারে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্ত্রী।
এমনকী পরবর্তীকালে শ্বশুরবাড়িতে ফোন করেও সে জানায় যে, স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন তিনি। তারপরেও পুলিশ তাঁকে এবার থানায় ডেকে পাঠান। এই মামলা আইনি প্রক্রিয়ায় এগোচ্ছিল। মঙ্গলবার পুলিশ আদালতে নিয়ে যাচ্ছিলেন রূপালীকে। সেই সময় ঘটনাস্থলে সুমনও ছিলেন। তখনই আচমকা রূপালীর পেটে ছুরি ঢুকিয়ে দেয় সুমন। তখনই আদালত চত্বরে থাকা লোকজনেরা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে হঠাৎ কেন এই হামলা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।