নয়াদিল্লিঃ কলকাতা বিমানবিন্দরে(Kolkata Airport) অবতরণ(Landed) করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস(Airbus),বেলুগা(Beluga) সিরিজের বেলুগা এক্সএল(Beluga XL)। মঙ্গলবার তিন জন বিমান চালক এবং একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বেলুগা এক্সেল। টুলুজ এয়ারবাস ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই বিমানটি। এতে করে ফ্যাক্টরির কিছু সরঞ্জাম এবং বিমানের পার্টস চিনের তিয়ানজিনে টুলুজের আরেক ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। জ্বালানি ভরা এবং বিমানের ক্রুদের বিশ্রামের জন্য মাঝপথে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এয়ারবাসটি। এই বিশাল আকৃতি বিমানটি দেখতে অনেকটা ডলফিনের মতো। আগে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল বেলুগা এসটি। এক্সেল সিরিজের কোনও বিমান এই প্রথম অবতরণ করল। মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিটে কলকাতার মাটি ছোঁয় বেলুগা এক্সেলের এই এয়ারবাস। এরপর বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ চিনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। বিশাল সামুদ্রিক প্রাণীর আদলে তৈরি এই বিমানটিকে চাক্ষুষ করতে বিমানবন্দরে ভিড় জমান যাত্রীরা।
কলকাতা বিমানবন্দরে নামল বিশ্বের সবচেয়ে বড় বিমান
STORY | Huge Airbus Beluga aircraft lands in Kolkata
READ: https://t.co/JDrislkyWo pic.twitter.com/xyN2Ikpu7d
— Press Trust of India (@PTI_News) October 9, 2024