কলকাতাঃ বঙ্গোপসাগরে(Bay of Bengal) ঘনীভূত হয়েহে নিম্নচাপ। ক্রমে যা । ধীরে-ধীরে স্থলভাগে দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে আকাশের (Sky) মুখ ভার। সোমবার বিকেল থেকেই জেলায়-জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত(Rain)। মঙ্গলেও বৃষ্টি অব্যাহত। আজ, বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা(Yellow Alert)। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি পরিমাণ হতে পারে ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ইতিমধ্যেই উত্তরের জেলা গুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।
বুধে দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
VIDEO | “A low pressure has formed over West central Bay of Bengal, adjoining Northwest Bay of Bengal of North Andhra Pradesh and South Odisha coast due to which rainfall activity will be there during the next three days over Odisha. Light to moderate rain is very likely in the… pic.twitter.com/2Bb5H5ZI8z
— Press Trust of India (@PTI_News) September 24, 2024