কলকাতা, ২৫ এপ্রিল: বৃহস্পতিবার থেকে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ (West Bengal) দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৫ দিন ধরে পূর্ব এবং দক্ষণ ভারতের বেশ কিছু জায়গায় এই দাবদাহ চলবে বলে জানানো হয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ পার করে ৪১, ৪২ ডিগ্রিতে পৌঁছে যায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে তথ্য প্রকাশ করা হয়য়, সেখানে দেখা যায়, বুধবার রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৪২ ছুঁয়ে ফেলে।
আরও পড়ুন: Heatwave in Kolkata: তীব্র তাপপ্রবাহ কলকাতায়, পশু, পাখি বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিল আলিপুর চিড়িয়াখানা
বুধবার পানাগড়ে তাপমাত্রা ছিল ৪২.৭। মেদিনীপুরে ছিল ৪২.৫। রায়গঞ্জে তাপমাত্রা ছিল ৪২.৩। ৪২.২ ছিল বাঁকুড়ায়। কলাইকুণ্ডায় ছিল ৪২.২। বর্ধমানে ছিল ৪২। সিউড়িতেও ছিল ৪২। ব্যারাকপুরে ছিল ৪১.৭। মগরায় ৪১.৫। ক্যানিংয়ে ছিল ৪১.৪। পুরুলিয়ায় ছিল ৪১.৩। মালদায় ছিল ৪১.২। ডায়মন্ড হারবারে ৪১.২। আসানসোলে ৪১.১। কৃষ্ণনগরে ৪১ এবং খড়গপুরে ছিল ৪১।
দেখুন আলিপুর আবহাওয়া দফতরের তাপপ্রবাহের পরিসংখ্যান...
Stations Recorded Maximum Temperature 41ºC and above on 24.04.2024 pic.twitter.com/x36GXz5RF8
— IMD Kolkata (@ImdKolkata) April 25, 2024