কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের (Haridevpur Gang Rape Case) ঘটনায় মূল অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনার পাঁচ দিনের মাথায় বর্ধমান স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়ে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত।অপর আর এক অভিযুক্ত দীপ ওরফে দেবাংশু বিশ্বাস পলাতক, তাঁর খোঁজ চলছে।
জন্মদিন পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণ! হরিদেবপুর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত...
সবিস্তারে:https://t.co/tLejukwNLX#kolkata #haridevpur #zee24ghanta pic.twitter.com/sfEEgo7JpO
— zee24ghanta (@Zee24Ghanta) September 10, 2025
গত শুক্রবার রাত প্রায় ১০.৪৫ নাগাদ অভিযুক্ত চন্দন মালিক নির্যাতিতাকে অন্য এক অভিযুক্ত দেবাংশু বিশ্বাস ওরফে দীপের বাড়িতে নিয়ে যায়। । সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানতেন ওই তরুণী। তবে ওই বাড়িতে ঢুকে তরুণী দেখেন, ওই দু'জন ছাড়া আর কেউ সেখানে নেই। কোনও পার্টিও হচ্ছে না। এরপর দুই অভিযুক্ত মিলে তরুণীকে মারধর করে এবং গণধর্ষণ করে বলে অভিযোগ। পরের দিন সকাল প্রায় ১০.৩০ টায় নির্যাতিতা দীপের বাড়ি থেকে যেভাবে হোক পালিয়ে আসতে সক্ষম হয়। পুলিশের ধারণা, অভিযুক্তরা রীতিমত পরিকল্পনা করেই নির্যাতিতাকে জন্মদিন পার্টিতে আমন্ত্রণ জানায়। সেখানে গেলে দুজন মিলে নির্যাতিতাকে গণধর্ষণ করে। অন্যদিকে, ঘটনাটির অভিযোগ দায়ের হরিদেবপুর থানাতে হলেও, ঘটনাটি ঘটেছে রিজেন্ট কলোনি এলাকায়।