মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo Source: ANI/Twitter)

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: নন্দীগ্রাম (Nandigram) কাণ্ডে নিরাপত্তার ঘাটতি। বিবেক সহায়কে সরিয়ে মুখ্যমন্ত্রীর নতুন ডিরেক্টর সিক্যুরিটি তথা নিরাপত্তা অধিকর্তা করা হল আইপিএস জ্ঞানবন্ত সিংকে (Gyanwant Singh)। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গুরুতর চোট পাওয়ার পরই বিবেক সহায়কে বরখাস্ত করে নির্বাচন কমিশন। সোমবার সেই জায়গাতেই নবান্ন নিয়ে এল জ্ঞানবন্ত সিংকে।

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission )। সাসপেন্ড হলেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় (Vivek Sahay)। এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে বদলি করেছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) জেলাশাসক ছিলেন বিভু গোয়েল। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন স্মিতা পাণ্ডে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে সাসপেন্ড করেছে কমিশন। তাঁর জায়গায় আসছেন সুনীল কুমার যাদব। প্রবীণ প্রকাশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সুরক্ষার ব্যবস্থা ঠিকমতো না করার অভিযোগে চার্জ আনারও নির্দেশ দিয়েছে কমিশন।