প্রতীকী ছবি (Photo Credits: PTI)

কলকাতাঃ সরকারি বাসের (Govt Bus) বেপরোয়া গতি (Speed)। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকআরোহীকে পিষে দিল বাস (Bus)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) ভিআইপি রোডে (VIP Road)। আটক বাস চালক। উদ্ধার করা হয়েছে বাসটিকে। জানা গিয়েছে, সোমবার সকাল ৮ টা নাগাদ ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউর কাছে ঘটনাটি ঘটে। এদিন গড়িয়ার দিকে যাচ্ছিল বারাসত-গড়িয়া রুটের ওই সরকারি বাস। বাইকআরোহী যাচ্ছিলেন কেষ্টপুর থেকে উল্টোডাঙ্গার দিকে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারে বাসটি। মাটিতে ছিটকে পড়েন বাইকআরোহী। এরপরই তাঁকে পিষে দেয় বাসটি।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বাইকআরোহীকে। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

কলকাতার বুকে ভয়াবহ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের

জানা গিয়েছে মৃত যুবকের নাম দেবরাজ দাস। উল্টোডাঙ্গার বাসিন্দা। অন্যদিকে খবর পেয়ে ঘটোনাস্থলে ছুটে আসে লেকটাউন থানার পুলিশ। আটক করা হয় বাস চালককে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সময় বাসের গতিবিধি খতিয়ে দেখা হতে পারে।অন্য কোনও বাসের সঙ্গেসরকারি  বাসটি রেষারেষি করছিল কিনা তাও নজরে রয়েছে পুলিশের।  অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খাস কলকাতায় যুবককে পিষে দিল সরকারি বাস, মৃত্যু উল্টোডাঙ্গার যুবকের