মুর্শিদাবাদে (Murshidabad) রাজ্যপাল সিভি আনন্দ বোস ও জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। গত সপ্তাহের ঘটনার পর এই প্রথম কেন্দ্রের কোনও সংস্থার প্রতিনিধিরা ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরলেন। সেই সঙ্গে যেখানে রাজ্য প্রশানের কোনও নেতা এমনকী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় হল না, সেখানে পৌঁছে গেলেন খোদ রাজ্যপাল। এমনকী ধুলিয়ানে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গেও দেখা করলেন তিনি। এছাড়া ক্ষতিগ্রস্থদের সঙ্গেও দেখা করেন তিনি। রাজ্যপাল সকলেরক সঙ্গে দেখা করেন এবং গোটা পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

রাজ্যপাল বোস বলেন, “মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থদের সঙ্গেও দেখা হয়েছে। তাঁরা আমায় অভাব, অভিযোগ জানিয়েছেন। আমার সঙ্গে থোলা মনেই তাঁরা কথা বলেছেন। আমি সমস্ত কিছু শুনেছি। রাজ্য ও কেন্দ্র দুই সরকারকেই এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দেব। এবং তাঁরা যেন ক্ষতিগ্রস্থদের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানাব। পরবর্তীকালে এই সংক্রান্ত বিষয় কতটা এগোলো তাও নজরে রাখা হবে”।

দেখুন রাজ্যপালের বক্তব্য

দেখুন জাতীয় মহিলা কমিশনের সদস্যের বক্তব্য

ধুলিয়ানের ঘটনার কড়া নিন্দা করলেন অর্চনা মজুমদার

অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, “কেউ তাঁর স্বামী হারিয়েছেন, কেউ আবার সন্তান হারিয়েছেন। মানুষদের টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে এনে খুন করা হয়্ছে। এই দৃশ্য আগে কখনও বাংলা দেখেনি। নৃশংসতার চুড়ান্ত সীমায় পৌঁছেছে। এইসব বরদাস্ত করা উচিত নয়|।