কলকাতা, ১৩ এপ্রিল: করোনার লকডাউনে (Lockdown) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ওপর আবার ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। আজ সকালে রাজ্যপাল টুইট করে ববলেন, রাজভবনের সঙ্গে লকডাউন বন্ধ করার অনুরোধ করব মমতা ব্যানার্জিকে। লকডাউন পরিস্থিতিতে এইভাবেই মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপ রাজ্যপাল জগদীপ ধনখরের। রাজ্যের স্বার্থে করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করারও বার্তা দেন তিনি।
সোমবার মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট করে ফের প্রকাশ্যে রাজ্য-রাজভবন দ্বন্দ্ব প্রকাশ করলেন রাজ্যপাল। টুইটে তিনি লিখেছেন, 'মমতা ব্যানার্জির কাছে আর্জি জানাচ্ছি, রাজভবনের সঙ্গে লকডাউন এ বার বন্ধ করুন। আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি। রাজ্যের স্বার্থে এই সময় একসঙ্গে কাজ করা উচিত। MHA-র সতর্কতা মেনে ভুল সংশোধন করে নেওয়া উচিত। সোশ্যাল ডিসট্যানসিং মানা-না হলে তার দায় আধিকারিকদের নিতে হবে।" বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন। আরও পড়ুন, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯, ১৫২; মৃতের সংখ্যা ৩০৮
Urge @MamataOfficial to end Lockdown with Raj Bhawan.
We are in combat mode #CoronaPandemic and must act in togetherness in State interest.
MHA warnings must lead to correctional approach.
Officials be held accountable for lapses #SocialDistancing and religious congregations.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2020
রাজ্যপাল টুইটে লেখেন, 'সোশ্যাল ডিসট্যানসিং-এ কোনও ঘাটতি হলে এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হলে আধিকারিকদের দায়ী করা হবে।' এর আগেও, রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন জিনিসকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। তিনি বলেছেন, এটা রাজনীতি করার সময় নয়। নিজের দলের রাজনৈতিক কর্মীদের মাঠে নামানোর সময় এটা নয়। সরকারি পরিকাঠামোর মধ্যেই রেশন বন্টন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।