BSF (Photo Credits: X)

উত্তর ২৪ পরগনা জেলার বাগদার লক্ষ্মীপুরের পর ফের পাচারের আগে আড়াই কোটি টাকার ২০ টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। সীমান্ত রক্ষা বাহিনী জানিয়েছে বুধবার বিকালে ৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জিতপুরে বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে এক ব্যক্তি সাইকেল চালিয়ে আসছিল। সাইকেলের টায়ার দেখে কর্মরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তাকে দাঁড়াতে বলে। ওই ব্যক্তি সাইকেল ফেলে পালিয়ে যায়। এরপর সাইকেল টিকে তল্লাশি চালাতে টায়ারের ভেতর থেকে উদ্ধার হয় ২০ টি সোনার বিস্কুট। যার ভারতীয় বাজার মূল্য আনুমানিক প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।

প্রসঙ্গত জিতপুরের সোনা উদ্ধারের একদিন আগে বাগদার ৬৭ নম্বর ব্যাটেলিয়ানের লক্ষ্মীপুরে মোটর সাইকেলের সিটের নিচ থেকে প্রায় আড়াই কোটি টাকার ১ টি সোনার বার ও ১৬ টি সোনার বিস্কুট উদ্ধা হয়।পরপর দু'দিন বাগদা সীমান্তে পাচারের আগে সোনা উদ্ধারে বিএসএফের বড় সাফল্য । তবে এই সোনা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে তবে কি আবার সীমান্ত দিয়ে সক্রিয় হলো পাচার? এই ঘটনার পর সীমান্তে আরো সতর্ক বিএসএফ।

এদিনের উদ্ধার হওয়া সোনা শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।