নতুন দিল্লি, ৭ মে: দেশে তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই ভোট শতাংশ থেকে চূড়ান্ত ভোটদানের হারে দুই থেকে তিন শতাংশ যোগ হতে পারে। ভোটের হারেই পরিষ্কার এই দফাতেই ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন উতসাহ নেই। এবার এই ভোট কমার হার বিজেপি নাকি কংগ্রেস, এনডি না ইন্ডিয়া-কাদের পক্ষে রায় যাবে তা নিয়ে ধন্দ রয়েছে। দুই শিবিরেরই দাবি তাদের পক্ষেই রায় যাবে।
বাংলার চার কেন্দ্র- মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর ও মালদা দক্ষিণে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই ভোট হল। রাত আটটা পর্যন্ত বাংলার চার কেন্দ্র ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ। যে ১১টি রাজ্যে তৃতীয় দফায় ভোট হল, তার মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়ল অসমে (৭৫.২৬ শতাংশ)। আর সবচেয়ে ভোট পড়ল মহারাষ্ট্রে ৫৪.৭৭ শতাংশ। আরও পড়ুন-তিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহারে সঙ্কটে বিজেপি সরকার
দেখুন খবরটি
61.45% approximate voter turnout was recorded today till 8 pm in Phase 3 of #LokSabhaElections2024, as per the Election Commission of India. pic.twitter.com/JCZdu4774S
— ANI (@ANI) May 7, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটেও ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন উতসাহ চোখে প়ড়ল না। একসঙ্গে গুজরাটে ২৪টি লোকসভা কেন্দ্রেই ভোট হল। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় সুরাট লোকসভা কেন্দ্রে আগেই জিতে গিয়েছেন বিজেপির মুকেশ দালাল। গুজরাটে ভোট পড়ল মাত্র ৫৬.৭৬ শতাংশ।