Former Union Minister Satyabrata Mookherjee Passed Away (Photo Credit: Twitter)

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায় ৯১ বছর বয়সে মারা গেলেন।আজ সকাল ১০টা ২৪ মিনিটে বালিগঞ্জের বৃদ্ধাশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অটল বিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। এর পাশাপাশি,তিনি ভারতের প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি)ও ছিলেন।

১৯৯৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। এলাকার মানুষের কাছে তিনি 'জালু বাবু' নামে পরিচিত ছিলেন। বিজেপির টিকিটে ভোটে জিতেছিলেন তিনি। লোকসভার মেয়াদে তিনি ২০০০ সালের সেপ্টেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী এবং পরে ২০০২ সালের জুলাই থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৩২ সালের ৮ মে বর্তমান বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি লন্ডনের রিজেন্ট স্ট্রিট পলিটেকনিক থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। ৮৭ বছর বয়স পর্যন্ত নিয়মিত হাইকোর্টে যেতেন সত্যব্রত মুখোপাধ্যায়। দলের কাজকর্মে নজর রাখতেন, কিন্তু বার্ধক্যের কারণে গত তিন বছর ধরে সব কিছু থেকে দূরে ছিলেন।