Luizinho Faleiro Joins TMC: তৃণমূল যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরো
Luizinho Faleiro joins Trinamool Congress (Photo: Twitter)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিধায়ক লুইজিনহো ফ্যালিরো (Luizinho Faleiro)। তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন। বিধায়ক পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। কয়েকজন ঘনিষ্ঠকে নিয়ে আজই তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন ফ্যালিরো।

গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো। কংগ্রেসের হয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন লুইজিনহো। কংগ্রেস ছাড়ার পর পরই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন লুইজিনহো ফ্যালিরো। তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করবেন তিনি।

সূত্রের খবর, আগামী দিনে তাঁকে তৃণমূলের গোয়া রাজ্য কমিটির সভাপতি করা হতে পারে। তাঁকে মুখ করেই আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে লড়বে তৃণমূল।