কলকাতা, ১ মার্চ: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর ৪৮ ঘণ্টা কেটে গেছে। এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলই ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। সাধারণত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে পরেই একই দিনে প্রার্থী তালিকার গোটাটাই প্রকাশ করে দেওয়া তৃণমূলের রীতি হয়ে দাঁড়িয়েছিল। তবে এবারে তেমনটাঘটছে না। শোনা যায় আজ শাসকদলের নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। তারপরেই হয়তো প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত প্রথম দুই দফায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। এদিকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে নন্দীগ্রামে প্রার্থী হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই আজ সোমবার তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণা নিয়ে অনেক চমক যে অপেক্ষা করছে, তা বেশ বোঝা যায়। বহু হেভিওয়েট নেতা গত দু এক মাসে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে গেছেন। আবার এক ঝাঁক নতুন মুখও তৃণমূলে যোগদান করেছে। এমনিতেই এবারের নির্বাচনে তরুণ প্রজন্মকে এগিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বেশ কয়েকটি নতুন মুখকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। তবে পুরোনো চাল যে ভাতে বাড়ে তা ভালমতোই জানেন তৃণমূল নেত্রী। তাই পুরোনো নেতৃত্বও টিকিট পেতে পারেন। অন্যদিকে গত ১০ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। অনেক নেতা বিধায়কদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে. তাই সেসব ক্ষেত্রে এবার ভেবেচিন্তেই টিকিট দেওয়ার সম্ভাবনা। অনেকে দলে থেকেও টিকিট পাবেন না, এমন ঘটতে পারে। আরও পড়ুন-Nusrat Jahan COVID-19 Positive Rumour: তৃণমূলের অভিনেত্রী সাংসদ করোনা আক্রান্ত! কী বললেন নুসরত?
আসন্ন নির্বাচনের প্রথম দফায় রাজ্যের ৩০ বিধানসভা আসনে ভোট হবে। আগামী ৯ মার্চের মধ্যে প্রার্থীদের মনোনয়ন পেশ করতে হবে। ফলে হাতে আর মাত্র আটটি দিন। আর দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন পেশের জন্য বেঁচে আছে ১১ দিন। তাই দুই দফার প্রার্থী তালিকা হয়তো আজই প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। এদিকে বিরোধী পদ্মশিবিরও তিন থেকে চার তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে খবর।