Narada Scam Case: নারদা মামলায় ব্যাংকশাল কোর্টে হাজিরা দিলেন ফিরহাদ, সুব্রত, মদন ও শোভন
আপাতত হেফাজতেই এই চার নেতা-মন্ত্রী।

কলকাতা, ৪ জুন: নারদা মামলায় আজ শুক্রবার ব্যাংকশাল কোর্টে নির্দেশমতো হাজিরা দিয়ে গেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ কলকাতা হাইকোর্টে নারদা মামলা (Narada Scam Case) ভিন রাজ্যে সরানো হবে কি না, তা নিয়ে বাদী এবং বিবাদী-র শুনানি চলছে। এর আগে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ওই চার জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তার আগে অবশ্য তাঁদের ‘শর্তসাপেক্ষে গৃহবন্দি’ রাখা হয়েছিল। জামিন পাওয়ার পর দুই মন্ত্রী ফিরহাদ এবং সুব্রত তাঁদের দফতরের কাজকর্ম শুরু করেছেন। মদন শুরু করেছেন তাঁর ফেসবুক লাইভ। শোভন একেবারেই নীরবে ছিলেন। হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগার হয়ে গোলপার্কের বাড়িতে ফেরার পর শুক্রবারই তাঁকে প্রথম প্রকাশ্যে দেখা গেল।  আরও পড়ুন-Milkha Singh Admitted To ICU: পড়ছে অক্সিজেনের মাত্রা, আইসিইউ-তে ভর্তি দৌড়বিদ মিলখা সিং

আগামী সোমবার হাইকোর্টে নারদা মামলার শুনানি৷ মামলাটি এই রাজ্য থেকে সরবে কি না তা সোমবার শুানিতে জানা যাবে৷ তবে সিবিআইয়ের অনুরোধে মামলা স্থানান্তর তা ওড়িশা বা অসমেই হবে৷ শোভনবাবুর সঙ্গে এদিন আদালতে আসেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, “বিচার ব্যবস্থার উপরে আমরা আস্থা আছে৷ হাজিরার তারিখ ছিল আজ, তাই আদালতে হাজিরা দেওয়া হল৷ ওঁর তো এমন অভ্যাস নেই। একটু উৎকণ্ঠায় আছেন। তাই রাতে ভাল ঘুম হয়নি।”