Milkha Singh Admitted To ICU: পড়ছে অক্সিজেনের মাত্রা, আইসিইউ-তে ভর্তি দৌড়বিদ মিলখা সিং
মিলখা সিং (file image)

চণ্ডীগড়, ৪ জুন: দৌড়বিদ মিলখা সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হল৷ চণ্ডীগড়ের পোস্টগ্রাজুয়েট ইনস্টটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে(PGIMER) ভর্তি করা হল৷ PGIMER-এর মুখাপাত্র অধ্যাপক অশোক কুমার জানিয়েছেন, মিলখা সিংয়ের অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ ৯১ বছরের দৌড়বিদ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন৷ বাড়িতে নিভৃতবাসে থাকার পর সুরক্ষার কারণে গত ২৪ মে তাঁকে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়৷ মিলখাপুত্র জীভ ইতিমধ্যে বাবার জন্য চিন্নিত দেশবাসীকে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন৷  আরও পড়ুন-Tribute to Late Diego Maradona: কিংবদন্তী মারাদোনাকে শ্রদ্ধা, মূর্তি উন্মোচনে আর্জেন্টিনার ফুটবলাররা (দেখুন ভিডিও)

তবে মিলখা সিং একা নন, সপ্তাহ দুয়েক আগে করোনার কবলে পড়েন নির্মল কৌরও৷ এই সময় তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তবে প্রথমে দুজনেই চণ্ডীগড়ের বাড়িতে নিভৃতবাসে ছিলেন৷