খাস কলকাতা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের অস্ত্র। শনিবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শিয়ালদহে (Sealdah) বৈঠকখানা রোড এলাকায় তল্লাশি অভিযান চালায়। আর তাতেই উদ্ধার হয় ৯০ রাউন্ড কার্তুজ সহ ৫টি বন্দুক। গ্রেফতার হয় মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তি। ধৃত ব্যক্তি রাজবাজার এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই অভিযুক্ত আসলে একজন মিডলম্যান। খুব সম্প্রতি সে কারোর থেকে এই বন্দুকগুলি কিনেছিল। তবে তাঁর কাজ ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আগ্নেয়াস্ত্রগুলি ছড়িয়ে দেওয়ার। ফলে যে এই অস্ত্রগুলি বিক্রি করেছিল তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশের তদন্তে জানা যাচ্ছে, এই অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকেল আনা হয়ছি। সামনেই রাজ্যের ৬ বিধানসভা এলাকায় উপ নির্বাচন রয়েছে। ফলে তার আগে এই অস্ত্র উদ্ধার হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। পুলিশ আপাতত ওই বিক্রেতাকে ধরতে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। এসটিএফের আধিকারিকদের অনুমান, ওই সন্দেহভাজন এখনও কলকাতা ছাড়তে পারেনি। ফলে শিয়ালদহ, হাওড়া, বাবুঘাট সহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।