দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বরঃ গভীর রাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে ভয়াবহ আগুন (Asansol Durgapur Development Office Fire)। সরকারি অফিসে মজুত যাবতীয় সরকারি নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই জানাচ্ছেন চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়। সোমবার গভীর রাত ২টোর দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলেই জানা যাচ্ছে। সারারাত ধরে জ্বলন্ত অফিসকে নেভানোর চেষ্টা করেছে দমকল বাহিনী। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছয় ১০টি দমকল ইঞ্জিন। বাইরে থেকে দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে ভিতরের গোটা অফিস। হোস পাইপ ব্যবহার করে জানলা থেকে জল ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। ভোর ৫টা অবধি চলেছে আগুন নেভানোর কাজ। প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে লাগা আগুন।
দেখুন ঘটনাস্থলের চিত্র...
#WATCH | West Bengal: A fire broke out late at night in the office of Asansol Durgapur Development Authority in Durgapur.
Asansol Durgapur Development Authority Chairman Tapas Bandopadhyay said, "The fire broke out at around 2 in the night, after which 10 fire tenders reached… pic.twitter.com/v0qjHBgTtp
— ANI (@ANI) September 19, 2023
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়। জানাচ্ছেন, কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্তসাপেক্ষ ব্যাপার। আগুন লাগার ঘটনা প্রথম চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। তারাই ফোন করে খবর দেন তাপসবাবু সহ আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের। কিছুক্ষণের মধ্যে দমকল ইঞ্জিন আসে। একে একে বাড়তে থাকে ইঞ্জিনের সংখ্যা।
আগুন লাগার কারণ হিসাবে দমকল কর্মকর্তাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট হয়েই উন্নয়ন পর্ষদে অফিসে আগুন লেগেছে।