শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে বড়সড় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। আজ সকাল প্রায় ৭টা নাগাদ হঠাৎই এক নম্বর প্ল্যাটফর্মে আগুন দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মের ছোট-বড় একাধিক দোকানে। তীব্র আগুনে দোকানের ভেতরে থাকা সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে আতঙ্কিত যাত্রী ও দোকানদাররা প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন। স্থানীয়রা জানিয়েছেন, খবর দেওয়া হলেও ঘটনার প্রায় ৪৫ মিনিট পার হয়ে গেলেও দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে আগুন আরও ভয়াবহ আকার নিচ্ছে বলে আশঙ্কা। । সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন দমকলের বিলম্বিত ভূমিকা নিয়ে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কায় এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আগুন লাগল সন্তোষপুর স্টেশনে
সন্তোষপুর স্টেশনের প্ল্যাটফর্মে ভয়াবহ আগুন, ভস্মীভূত পর পর একাধিক দোকান...প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন#SantoshpurStationFire #ABPAnandahttps://t.co/V99XMFClvu
— ABP Ananda (@abpanandatv) September 16, 2025