Photo Source: Facebook

বাঁকুড়া, ৮ এপ্রিল: দাউ দাউ করে জ্বলছে বাঁকুড়ার (Bankura) শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলার প্রাণকেন্দ্র এই পাহাড়। শীতের মরসুমে ছুটি কাটানোর আদর্শ জায়গা এই শুশুনিয়া। সেই পাহাড়ই জ্বলছে। আগুন (Fire) নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। পেরিয়ে গেছে কয়েকঘণ্টা, এখনও জ্বলছে শুশুনিয়া (Susunia Pahar)। আরও পড়ুন: Mamata Banerjee's Corona 'Fight Board': অভিজিৎ ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে ৮ সদস্যের গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড গঠন রাজ্য সরকারের 

মঙ্গলবার বিকেলে আগুন লাগে পাহাড়ে। ঘটনস্থলে পৌঁছন দমকলকর্মীরা। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আসে। দমকলকর্মীরা ফিরে যাওয়ার কয়েকঘণ্টা পর ফের আগুনের লেলিহান শিখা দেখা যায় পাহাড়ের চূড়া থেকে। স্থানীয় বাসিন্দাদের মত, বিগত কয়েকদিন ধরেই জঙ্গলে আগুন দেখা যাচ্ছিল। বাঁকুড়ার তাপমাত্রা কমবেশি ৪০ ডিগ্রির আশেপাশে। দমকলকর্মীদের আশঙ্কা, শুকনো পাতায় আগুন লাগার পরই এভাবে ছড়িয়ে পড়েছে আগুন। তাপমাত্রা এতটা বেশি থাকায় দ্রুত গতিতে তা পুরো জঙ্গলে ছড়িয়ে যায়।

এখনও আকাশে উড়ছে আগুনের ফুলকি। যেকোনও মুহূর্তে ঘরবাড়ি পুড়ে ছাই হতে পারে, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। স্থানীয়দের আশঙ্কা, পাহাড়ে থাকা প্রচুর জন্তু জানোয়ার রয়েছে। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হতে পারে তাদেরও।