করোনাভাইরাস Representational image | (Photo Credits: PTI)

কলকাতা, ৭ এপ্রিল: রাজ্য়ের ভাণ্ডার সামলাতে এবার কেন্দ্রের ধাঁচে অর্থনীতিবিদদের নিয়ে গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড গঠন করল মমতা ব্যানার্জির সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে নিজেই একথা জানান মুখ্য়মন্ত্রী। এই বোরেডের দায়িত্বে রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। এছাড়াও ড. স্বরূপ সরকার ও যীষ্ণু দাসের মতো ব্য়াক্তিত্ব সহ মোট ৮ সদস্য়ের বোর্ড গঠন করা হয়েছে।

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। আগামী ১৪ এপ্রিল লকডাউন উঠে গেলেও তার মেয়াদ আরও বাড়তে পারে বলে খবর। এই পরিস্থিতিতে সরকারের সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে। বিশেষ করে আয়ের উৎস না থাকায় রাজ্য়ের ভাণ্ডারে টান পড়ছে। পরিস্থিতি সামলাতেই অর্থনীতি উপদেষ্টাদের নিয়ে বিশেষ বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্য়। এই বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জির সঙ্গে কথা হলে তিনি ইচ্ছে প্রকাশ করেন। তারপরেই এই বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেভিআর প্রসাদ রাও ও অধ্য়াপক সিদ্ধার্থ দুবেও রয়েছেন এই বোর্ডে।

করোনা মোকাবিলায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসঙ্গে হাত মেলাল শাসক-বিরোধী। করোনা-যুদ্ধে রাজ্যের শাসক দলের পাশেই রয়েছে বাম বিরোধী দলগুলি। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করে বাম প্রতিনিধি দল। সেই দলে ছিলেন বামফ্রন্ট দলের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লক নেতা মনোজ ভট্টাচার্য, আরএসপি নেতা নরেন চট্টোপাধ্যায়-সহ অন্য বাম নেতারা। এই বৈঠকেই করোনা মোকাবিলায় সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বাম নেতারা।