কলকাতাঃ বৃহস্পতি সকালে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। আগুন লাগল বেলেঘাটার পরিত্যক্ত কারখানায়(Factory)। সকাল ১০ টা নাগাদ আগুন লাগে বেলেঘাটার(Beliaghata) ক্যানাল ইস্ট রোডের একটি পরিত্যক্ত কারখানায়। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে শুরু করে তিনটি ট্যাঙ্কার। কাজে লাগেনি অগ্নি নির্বাপক যন্ত্র। এরপর খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ১ ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। কারখানার পাঁচিলের গায়েই জনবসতি। ফলে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্যাঙ্কারগুলির মধ্যে কোনও রাসায়িনিক ছিল কিনা তাও পর্যবেক্ষণ করছেন দমকলের আধিকারিকরা। জানা গিয়েছে,বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ার তৈরি হত এই কারখানায়। ছয় বছর আগে বন্ধ হয়ে যায় কারখানাটি। ছয় বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অন্যদিকে আজ সকালে শহরে আরও একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আচমকা আগুন লাগে চিতপুরের একটি জাপাকাপড়ের দোকানে। দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বেলেঘাটার কারখানায় বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
STORY | Fire at abandoned factory in Kolkata
READ: https://t.co/Z0LRcvNWcD
VIDEO: #KolkataNews
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/JDf9omRpQC
— Press Trust of India (@PTI_News) October 17, 2024