রাজীব কুমারক (Photo Credit: ANI)

বারাসত, ১৭ সেপ্টেম্বর: রাজীব কুমারের (Rajeev Kumar) আগাম জামিনের (Anticipatory Bail)আবেদনের রায় দেওয়ার এক্তিয়ার নেই বারাসত আদালতের (Barasat Court)। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছেন বারাসত আদালতের বিচারক (Judge) সব্বর রশিদি (Sabbar Rashidi)। তাঁকে ম্যাজিস্ট্রেটের দারস্থ হতে হবে এমনটাই দস্তুর বলে জানা গিয়েছে। আলিপুর এসিজিএম আদালতে (Alipur CGM Court) যেতে হবে তাঁকে, এমনটাই জানিয়েছে রশিদি। সকালে বারাসতের এমএলএ-এমপি বিশেষ আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন রাজীবের আইনজীবীরা। এমএলএ এমপিদের শুনানির জন্যেই গঠিত এই বিশেষ আদালত। ফলে পাল্টা রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয় সিবিআইয়ের তরফে। বিশেষ আদালতের বিচারক দু’পক্ষের বক্তব্য শুনে জানান, এই আদালতের এক্তিয়ার নেই আগাম জামিন দেওয়া বা গ্রেফতারি পরোয়ানা জারি করার।

বারাসত জেলা দায়রা আদালতও ফিরিয়ে দিল রাজীব কুমারকে। 'বেপাত্তা' রাজীব কুমার (Rajeev Kumar) কোথায় আছেন তার খোঁজ নিতে বিশেষ দল পাঠিয়েছে সিবিআই (CBI)। প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের 'হোয়ারঅ্যাবাউটস' ও 'লোকেশন'জানতে খুব তাড়াতাড়ি দিল্লি থেকে বিশেষ দল আসছে। এদিকে, রাজীব কুমারের জামিনের আবেদন নিয়ে শুনানি শেষ হল। সিবিআই এবং রাজীব কুমার, এই দু'পক্ষের সওয়াল শুনে আগাম জামিনের আবেদনের রায়দান স্থগিত রাখলেন বিচারক। সারদা কাণ্ডে (Sarada Scam) রাজীব কুমার সিটের প্রধান ছিলেন। আরও পড়ুন-রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নিয়ে রায়দান স্থগিত, প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে বিশেষ দল পাঠাচ্ছে CBI

রাজীব কুমারকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে, আদালতে জানায় সিবিআই। আগাম জামিনের মামলায় বারাসতের বিশেষ আদালতে ধাক্কা খেয়েছিলেন রাজীব কুমার।