রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নিয়ে রায়দান স্থগিত, প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে বিশেষ দল পাঠাচ্ছে CBI
রাজীব কুমার। ফাইল ছবি। (Photo Credits: ANI)

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: 'বেপাত্তা' রাজীব কুমার (Rajeev Kumar) -এর কোথায় আছেন তার খোঁজ নিতে বিশেষ দল পাঠাচ্ছে সিবিআই (CBI)। প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের 'হোয়ারঅ্যাবাউটস' ও 'লোকেশন'জানতে খুব তাড়াতাড়ি দিল্লি থেকে বিশেষ দল আসছে। এদিকে, রাজীব কুমারের জামিনের আবেদন নিয়ে শুনানি শেষ হল। সিবিআই এবং রাজীব কুমার, দু'পক্ষের সওয়াল শুনে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের রায়দান স্থগিত রাখলেন বিচারক। সারদা কাণ্ডে রাজীব কুমার সিটের প্রধান ছিলেন।

রাজীব কুমারকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে, আদালতে জানায় সিবিআই। এর আগে আগাম জামিনের মামলায় বারাসতের বিশেষ আদালতে ধাক্কা খেয়েছিলেন রাজীব কুমার। মামলা শোনার এক্তিয়ার নেই বলে জানিয়েছিল বারসতের বিশেষ আদালত। আরও পড়ুন-দিল্লি গেলেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী বললেন, 'পাওনা টাকা, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কথা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে'

Central Bureau of Investigation is constituting a special team to trace the location and whereabouts of former Kolkata Police Commissioner Rajeev Kumar, to join the investigation at the earliest. pic.twitter.com/sH3xenW2r4

এরপর রাজীব কুমার জেলা জজ কোর্টে জামিনের আবেদন জানান। আজ দুপুর ২টোর পর জেলা জজ কোর্টে জামিনের মামলার শুনানি হওয়ার কথা। গত শনিবার বারসাত আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। আজ সেই জামিনের মামলার শুনানি। অন্যদিকে, রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানাচ্ছে সিবিআই (CBI)। সব মিলিয়ে রাজীব কুমারকে ঘিরে টানটান পরিস্থিতি রাজ্যে।

তদন্তে অসহযোগিতা থেকে আর্থিক গরিমল নানা বিষয়ে রাজীবের ভূমিকায় ক্ষুব্ধ সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে মরিয়া। লোকসভা ভোটের আগে থেকেই রাজীব কুমারকে নিয়ে সিবিআইয়ের তৎপরতা চলছে। ভোট মেটার পর তদন্তের গতি বাড়ায় সিবিআই। সব দিকে কোমর বেধে নেমে এবার দিল্লিতেও আঁটঘাট বাঁধছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুপ্রিম কোর্টেও যেতে পারেন রাজীব কুমার। তার প্রস্তুতিও সেরে ফেলেছে রাজ্য সরকার। এক তরফা শুনানি আটকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে সিবিআই।