বাংলা জুড়ে চলছে তল্লাশি অভিযান (ছবিঃANI)

কলকাতাঃ নিয়োগ দুর্নীতি(SSC Scam), রেশন দুর্নীতি নিয়ে গত কয়েকবছর ধরেই সরগরম বাংলা(West Bengal)। এবার স্বাস্থ্যক্ষেত্র। মেডিক্যাল পরীক্ষা (Medical Exam)তথা ডাক্তারির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। মঙ্গল সকালে অ্যাকশন মুডে ইডি(Enforcement Directorate)। এ দিন সকাল থেকেই সল্টলেক, হলদিয়া, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় সংস্থা। মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতির তদন্তের স্বার্থেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দেন আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এন আর আই কোটায় জাল নথি দিয়ে এমবিবিএস কলেজে ভর্তির অভিযোগ উঠেছিল আগেই। পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে জাল নথি ব্যবহার করে ডাক্তার হয়েছেন অনেকে, এমন বিস্ফোরক অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তেই সল্টলেকের বিসি ব্লকের একাধিক আবাসনে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীর সংস্থার গোয়েন্দারা। এ ছাড়া কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলেও সূত্রের খবর।

বাংলা জুড়ে চলছে তল্লাশি অভিযান