কলকাতা, ১৬ জুলাই: এবার সত্যি সত্যি করোনায় আক্রান্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দাদা স্নেহাশিস গাঙ্গুলি (Snehasish Ganguly)। আগেই গত জুন মাসে স্নেহাশিসবাবুর স্ত্রী করোনায় আক্রান্ত হন। এবার তাঁর পালা, তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সিএবি-র যুগ্ম সম্পাদক স্নেহাশিস গাঙ্গুলি আপাতত বাড়িতেই চিকিৎসাধীন থাকলেও এবার তাঁকে বেলভিউতে ভর্তি করা হয়েছে। জুন মাসে স্নেহাশিসবাবুর শ্বশুরমশাই করোনা আক্রান্ত হন। তারপর তাঁর স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে তখনই গুজব রটেছিল যে সৌরভ গাঙ্গুলির দাদা মারণ ভাইরাসে আক্রান্ত। সেই খবর পরে ভুল প্রমাণিত হলেও শেষরক্ষা হল না। অবশেষে কোভিডে সংক্রামিত হলেন স্নেহাশিস গাঙ্গুলি। তবে দাদার সঙ্গে সৌরভ গাঙ্গুলির সাম্প্রতিককালে যোগাযোগ হয়েছিল কি না তার খবর মেলেনি।
ইতিমধ্যেই মহারাজের গোটা পরিবারকে কোয়রেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে সিএবি সূত্রের খবর, স্নেহাশিস গাঙ্গুলি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল তাঁর লালারসের নমুনাও পরীক্ষা করা হয়। আজ রিপোর্ট এলে জানান যায় কোভিড-১৯ পজিটিভ। এরপরেই তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বশুর ও স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরে পরে মোমিনপুরে আবাসন ছেড়ে স্নেহাশিসবাবু বেহালার বীরেন রায় রোডের বাড়িতে চলে আসেন। এবার তিনিই যখন করোনায় আক্রান্ত হলেন তখন মহারাজের গোটা পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে যেতে হল। কিছুদিন আগেই করোনার কবলে পড়েছিলেন সিএবির এক সিনিয়ার নির্বাচক। সম্প্রতি এক সিনিয়ার আম্পায়ারের শরীরেও করোনার হদিশ মেলে। এদিকে করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার স্ত্রীও। আরও পড়ুন-Coronavirus Situation In West Bengal: কর্মীর শরীরে মারণ ভাইরাস, ১০ দিনের জন্য বন্ধ পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, কীভাবে মহামারী করোনাভাইরাস জনমনে আতঙ্ক ছড়িয়েছে। সংক্রমণের ভয়ে মানুষ কীভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছে। তবে দাদাকে নিয়েই তিনি বেশি ভাবছেন। পারিবারিক ব্যবসার কারণে স্নেহাশিসবাবুকে প্রতিদিন বেরতে হয়। শেষপর্যন্ত মহারাজের আশঙ্কাই সত্যি হল। এদিকে স্নেহাশিসবাবুর বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।