Ekdalia Evergreen vs Singhi Park Durga Puja 2025: দক্ষিণ কলকাতার পুজো মানেই একডালিয়া এভারগ্রিন। একডালিয়ার প্যান্ডেলের ভিতরের ঝাড়বাতি,চমকপ্রদ লাইটিং আসলে কলকাতার পুজো নস্টালজিয়াকে উস্কে দেয়। এবার একডালিয়ায় হাজির অরুণাচলেশ্বর মন্দির। মণ্ডপের পরতে পরতে সাবেকিয়ানার ছোঁয়া। অরুণাচল প্রদেশের পাদদেশে অবস্থিত এই মন্দিরে আসলে পূজ হয় শিব ও পার্বতী-র। সেই মন্দিরের আদলেই ফুটিয়ে তোলা হয়েছে একডালিয়া এভারগ্রিনে। রাজ্যের প্রয়াত মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের পুজো এবারও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার একডালিয়ার পুজোয় লাইটিংয়ে বড় চমক থাকছে।
একডালিয়ায় এবার অরুণাচলেশ্বর মন্দির বনাম সিংহী পার্কের 'নব চেতনায় অকালবোধন'
একডালিয়ার ঠিক উল্টোদিকেই শহরের আরও এক ঐতিহ্যবাহী পুজো। সিংহী পার্কের পুজোর এবার ৮৪তম বর্ষে পা দিল। এবার সিংহী পার্কের থিম 'নব চেতনায় অকালবোধন'। সিংহী পার্কের প্যান্ডেলে এলেই দেখা যাবে, শিবের আশীর্বাদে শক্তিশালী রাবণকে হারাতে রামচন্দ্রের যথেষ্ট কষ্ট হচ্ছিল। এমন কঠিন অবস্থায় পড়ে রামচন্দ্র দেবী দুর্গার আশ্রয় নেন। তখন রামের ভক্তির পরীক্ষা নিতে দেবী দুর্গা ১০৮টি নীল পদ্মের একটিকে লুকিয়ে রাখেন। দশমুখী রাবণ আসলে ৬টি শাস্ত্র ও ৪টি বেদে পারদর্শী ছিলেন। এই কারণেই পুরাণে তাঁর মাথার সংখ্যা ও শক্তির রূপকল্প বর্ণনা করা হয়েছে।
দেখুন একডালিয়া এভারগ্রিন ও সিংহী পার্কের দুর্গাপুজো
Ekdalia Evergreen and Singhi Park- the two must visit traditional Durga Pujo Pandals of South Kolkata.
Those who had done schooling from South Point or Patha Bhavan like me will know how the pandals of Ekdalia, Singhi Park, Durgabari are intrinsic part of childhood nostalgia. pic.twitter.com/WFqqXVEyXP
— Sourav || সৌরভ (@Sourav_3294) September 26, 2025
একডালিয়া এভারগ্রিন ও সিংহী পার্কের পুজো হল দক্ষিণ কলকাতার প্রাণ ও ঐতিহ্য়ে। থিমের ভিড়ে হারিয়ে না গিয়ে একডালিয়া ও সিংহী পার্ক নিজেদের স্বত্ত্বা আলাদা করে তুলে ধরে রাখতে পেরেছে।