নতুন দিল্লি, ১৮ মার্চ: গরু পাচার কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বারবার তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে সুকন্যা দিল্লিতে ইডি-র হাজির এড়িয়ে যাচ্ছেন, এমনই অভিযোগ। আগামী ২০ মার্চের মধ্যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতর মেয়ে সুকন্যা-কে (Sukanya Mondal) হাজির হতে নির্দেশ দেওয়া।
এবার যদি সুকন্যা মণ্ডল হাজিরা এড়িয়ে যান, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত ইডি-র।
দেখুন টুইট
#EnforcementDirectorate (ED), which is probing the multi-crore cattle smuggling scam in #WestBengal, has hinted at taking stern steps against Trinamool Congress strongman #AnubrataMondal's daughter #SukanyaMondal if she makes renewed attempts to dodge the agency's summons. pic.twitter.com/KtSMdI6rw8
— IANS (@ians_india) March 18, 2023
গরু পাচার তদন্তে দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে রেখেছে ইডি। পাশাপাশি সুকন্যা মণ্ডল সহ মোট ১২ জনকে দিল্লিতে তলব করেছে ইডি। গত বছর অগাস্টে অনুব্রতকে গ্রেফতার করেছিল ইডি।