কলকাতা: বোর্ড গঠন নিয়ে টানাপোড়েনের মাঝেই পুরুলিয়া জেলার (Purulia district) ঝালদা পুরসভাকে (Jhalda Municipality) পশ্চিমবঙ্গ পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে (WB Municipalities Recruitment Scam) নোটিস পাঠাল ইডি (ED)। ২০১৪ সালের পয়লা জানুয়ারি থেকে পুরসভায় যে সমস্ত নিয়োগ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য (details of the recruitment) চেয়ে পাঠাল তারা।
বিষয়টি স্বীকার করে নিয়ে ঝালদা পুরসভার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, ইডির তরফে এগজিকিউটিউ অফিসারকে চিঠি পাঠানো হয়েছে। সাতদিনের মধ্যে ২০১৪ সালের পয়লা জানুয়ারি থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সেই অনুযায়ী নথিপত্র প্রস্তুত করা হচ্ছে।
এপ্রসঙ্গে ঝালদা পুরসভার কর্মী গৌতম গোস্বামী জানান, সোমবারই পোস্ট অফিস ও ইমেলের মাধ্যমে ইডির নোটিস পুরসভায় এসেছে। ওই নোটিসে ২০১৪ সালের পয়লা জানুয়ারি থেকে যাঁরা নিযুক্ত হয়েছেন তাঁদের বায়োডাটা-সহ সব নথি দিতে বলা হয়েছে। এমনকী ওই সময় থেকে যাঁরা পুরপ্রধান, কার্যনির্বাহী আধিকারিক ও কর্মী ছিলেন তাঁদের নাম ও ফোন নম্বর চাওয়া হয়েছে। পুরসভার তরফ থেকে এর আগেও একবার ইডির চিঠি পাওয়ার পরে এই সংক্রান্ত নথি পাঠানো হয়েছিল। ফের একবার সেই সমস্ত তথ্য চেয়েই নোটিস পাঠানো হয়েছে। আরও পড়ুন: Mamata Banerjee Meet Sri Lankan President Ranil Wickremesinghe: দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে হঠাৎ দেখা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির
#EnforcementDirectorate served a notice to the Jhalda Municipality in Purulia district seeking details of the recruitment from January 1, 2014 till date in connection with the multi-crore municipalities recruitment case in #WestBengal. pic.twitter.com/swBZmtQ2Al
— IANS (@ians_india) September 13, 2023