পুজো মিটতেই ফের পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলার তদন্তে অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি। গত ২৮ অক্টোবর থেকে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। মোট ৭ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৩ কোটি নগদ টাকা উদ্ধার করেছেন তাঁরা। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। যার মধ্যে উল্লেখ রয়েছে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম। আপাতত সেই নথিগুলি অডিট করার জন্য বিশেষ টিম গঠন করেছে ইডি। তাঁরাই নথিপত্র খতিয়ে দেখছে।
একাধিক জায়গায় চলে ইডির তল্লাশি
জানা যাচ্ছে, রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, গারোদিয়া সিকিউরিটিজ লিমিটেড, জিৎ কনস্ট্রাকশন অ্যান্ড কনসালট্যান্টসের অফিস ও এই সমস্ত সংস্থার মালিকের বাসভবনে তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। এদের মধ্যে তারাতলার রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের অফিস ও তার মালিক গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনঢনিয়ার বাসভবন থেকেই মিলেছে অধিকাংশ টাকা। যদিও সেই টাকা কীভাবে তাঁদের কাছে এসেছে, সেই নিয়ে স্পষ্ট জবাব কেউই দিতে পারেনি।
পুর নিয়োগ দুর্নীতির তথ্যপ্রমাণ ইডির হাতে এসেছে
এই তল্লাশি অভিযানে পুর নিয়োগ দুর্নীতির সংক্রান্ত একাধিক তথ্যপ্রমাণ আধিকারিকদের কাছে উঠে এসেছে। জানা যাচ্ছে, কমপক্ষে হাজার পাতার নথি বাজেয়াপ্ত কতরেছে ইডি। সেগুলি আপাতত খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে গোটা বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে।