শুক্রবার সাত সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বাড়িতে তল্লাশি অভিযানে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল (Enforcement Directorate)। বেলেঘাটায় সন্দীপের বাড়ির পাশাপাশি ইডির একাটি দল হুগলি (Hooghly) চন্দননগরের পাদ্রিপাড়ায় মেরিমাঠ এলাকার একটি পুরনো বাড়িতে যায় হানা দেয়। তবে তালাবন্ধ সেই বাড়ির বাইরে দীর্ঘক্ষণ ডাকাডাকি সত্ত্বেও কেউ দরজা খোলেনই। স্থানীয় সূত্রে খবর, ওটি সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি। তবে শ্বশুরবাড়ির কেউই এখন সেখানে থাকেন না। সন্দীপের শ্বশুর রামকৃষ্ণ দাস তাঁর পরিবার নিয়ে বর্তমানে থাকেন কলকাতায়। চন্দননগরের ওই বাড়িতে কেবল জগদ্ধাত্রী পুজোর সময়ে আসেন তাঁরা। সারা বছর তালাবন্ধ হয়ে পড়ে থাকে বাড়িটি।
ফলে এদিন কেউ দরজা না খোলায় ইডির দল গাড়ি ঘুরিয়ে চন্দননগর থেকে বৈদ্যবাটি রওনা দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে বৈদ্যবাটির কুণাল রায় নামে এক ব্যক্তি। নার্সারি রোড এলাকায় কুণালের বাড়িতে ইডি-র হানা কার্যত হতবাক করেছে পড়শিদের। স্থানীয় সূত্রে খবর, কুণাল কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন।
সন্দীপের বেলেঘাটার বাড়িতে চলছে তল্লাশি...
#WATCH | West Bengal: ED raids underway at the residence of former principal of Kolkata's RG Kar Medical College Sandip Ghosh and a few other places in Kolkata. ED had registered a case of PMLA in the financial irregularities case. Ghosh is presently in the custody of CBI. pic.twitter.com/wIijTTaERk
— ANI (@ANI) September 6, 2024
কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন ইডি সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও হানা দিয়েছে। হাওড়ায় বিপ্লব সিংহের বাড়িতে চলছে তদন্ত। গত সোমবার সন্দীপের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন বিপ্লবও। আরজি করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলে নামক এক ব্যক্তির বাড়িতেও হানা দিয়েছে ইডি। জানা যাচ্ছে, বিপ্লবের সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন কৌশিক। তদন্ত চলছে দক্ষিণ ২৪ পরগণার সুভাষগ্রামের প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সন্দীপ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রসূন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন।