Manik Bhattacharya (Photo Credits: Twitter)

এএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিশ জারি করল ইডি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক যাতে কোনওভাবেই দেশ থেকে পালাতে না পারে সেই কারণে ইডি লুক আউট নোটিশ পাঠিয়ে রাখল। নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের বিরুদ্ধে তদন্ত যত এগিয়েছে, জড়িয়েছে তাঁর ছেলে সৌভিকের নাম। এই মামলায় ED-র চার্জশিটে রয়েছে সৌভিকের নাম। আগাম জামিনের আবেদন জানিয়ে রেখেছেন সৌভিক ভট্টাচার্যও। আগামী ২২ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি। এর আগে যাতে কোনওভাবেই দেশ থেকে বেরোতে না পারেন, তার জন্য আগে থেকেই লুক আউট নোটিস জারি করে দেওয়া হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় সৌভিককে আদালতে আদালতেও তলব করা হয়েছিল। তিনি আদালতে হাজিরাও দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সৌভিকের নামে জারি হল লুক আউট নোটিশ। আরও পড়ুন-নদিয়ার বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের থেকে বিরল প্রজাতির পাখি বাজেয়াপ্ত BSF-এর

তদন্তকারীদের দাবি, দুর্নীতির টাকা মানিকের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে বলে তাঁদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। মানিকের নেতৃত্বে যে দুর্নীতি হয়েছিল, তা সৌভিক ভট্টাচার্যের সংস্থাতেও ঢুকেছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে মানিক ভট্টাচার্যের। তাঁর ছেলে সৌভিক এই মামলার জন্য গুরুত্বপূর্ণ, বলে জানিয়েছেন তদন্তকারীরা।