দত্তপুকুর, ২৭ অগাস্টঃ ফের রাজ্যের এক বাজি কারখানায় বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যুর আশঙ্কা করছে স্থানীয়রা। রবিবার সকালে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চল এক বিকট শব্দে কেঁপে ওঠে। ধূলিসাৎ হয়ে যায় আস্ত দোতলা বাড়ি। বিস্ফোরণের প্রভাব এতটাই বেশি ছিল যে আশেপাশের ১০০টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
কিন্তু স্থানীয়রা পুলিশ দেখা মাত্রই বিক্ষোভ শুরু করে। পুলিশকে ঘিরে তাঁরা অভিযোগ তোলেন, প্রশাসনের 'মদতেই' ওই এলাকায় বেআইনিভাবে বাজি কারখানা তৈরি হয়েছিল। স্থানীয়দের আরও অভিযোগ, পুলিশের পাশাপাশি স্থানীয় নেতারাও যুক্ত রয়েছে এই বেআইনি বাজি তৈরির কর্মকাণ্ডে।
আরও পড়ুনঃ ধর্ষণকাণ্ডে জামিন পেয়ে নির্যাতিতাকে ফের গণধর্ষণের অভিযোগ
দেখুন বিস্ফোরণস্থলের ভিডিয়ো...
#WATCH | West Bengal: Several people feared dead in an explosion at the Illegal crackers factory in Duttapukur. A rescue operation is underway. The injured are being taken to Barasat Hospital for treatment: Duttapukur Police sources pic.twitter.com/YzKW7cU8gM
— ANI (@ANI) August 27, 2023
গত মে মাসেই পূর্ব মেদিনীপুরের এগরায় এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। প্রাণ গিয়েছিল প্রায় ১০ জনের। এগরার রেশ কাটতে না কাটতেই তিন মাসের মধ্যে ফের রাজ্যের আরও এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে ৬-৭ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। জখম হয়েছেন অনেকেই। শুরু হয়েছে উদ্ধার কাজ। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।