দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের MBBS ছাত্রীর গণধর্ষণের ও অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার (Commission deputed Dr. Archana Majumdar, Member Of NCW) রিপোর্ট পেশ করেছেন। তার ওপর ভিত্তি করে কমিশন বেশ কিছু সুপারিশ করেছে। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার (Vijaya Rahatkar) এক্স হ্যান্ডেলের এক বার্তায় বলেছেন, বিষয়টি জানিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (CM Mamata Banerjee)কে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে কমিশনের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে দ্রুত এবং সময়মতো উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন’ও জানান তিনি।
কী লিখেছেন বিজয় রাহাতকার-
The National Commission for Women (NCW) has taken serious cognizance of the horrific incident involving the gang rape of a first-year medical student at IQ City Medical College, Durgapur, West Bengal. Acting swiftly, the Commission deputed Dr. Archana Majumdar, Member, NCW, to…
— Vijaya Rahatkar (@VijayaRahatkar) October 13, 2025
উল্লেখ্য, নির্যাতিতা, হাসপাতাল কর্তৃপক্ষ, ঘটনাস্থল এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর জমা দেওয়া ওই রিপোর্টে অপরাধের নৃশংসতা এবং প্রশাসনিক ও নিরাপত্তা ক্ষেত্রে গাফিলতির দিকগুলি তুলে ধরা হয়েছে। অকুস্থলের যথাযথ সংরক্ষণ এবং দ্রুত ফরেন্সিক পরীক্ষা করতে পুলিশ ব্যর্থ হয়েছে বলেও ওই রিপোর্টে জানানো হয়েছে। শ্রীমতী রাহাতকার জানিয়েছেন, কমিশনের পক্ষ থেকে তদন্তের গতিপ্রকৃতির ওপর নজর রাখা ছাড়াও, নির্যাতিতার সুচিকিৎসা এবং বিচার না মেলা পর্যন্ত মেয়েটির পড়াশোনায় যাতে বিঘ না ঘটে, সেই দিকটি’ও সুনিশ্চিত করা হবে।
রিপোর্ট জমা দিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার
#ExpressKolkata | Bengal #MBBSstudent rape case: ‘No street lights or police surveillance in area,’ says National Commission for Women report@tanvibose reports:https://t.co/hpHK2zqVq0
— The Indian Express (@IndianExpress) October 14, 2025