Durga Puja (Photo Credit: X)

কলকাতা, ৩০ সেপ্টেম্বর: অষ্টমীতে (Maha Ashtami Puja) আকাশের মুখ কালো। অষ্টমীতে বেলা গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি। বেশ কয়েক ঘণ্টা ধরে এই বৃষ্টি (Rain At Kolkata) চলছে বলে খবর। দুপুরে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কলকাতার পাশাপাশি জেলাগুলিও ভিজবে অষ্টমীতে। পূর্ব বর্ধমান, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নবমী এবং দশমীতেও এই বৃষ্টি চলতে পারে বলে মনে করা হচ্ছ।

পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের (Bay Of Bengal) দিকে আসছে। সেই নিম্নচাপ বঙ্গোপসাগরের অন্দরে যত প্রবেশ করবে, তত বৃষ্টি ভারী হবে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ফলে দুর্গা পুজো জুড়ে যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল, তা এবার ফলপ্রসূ হতে শুরু করেছে। ফলে অষ্টমী, নবশী, দশমী নিয়ে বাঙালির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

দুই চব্বিশ পরগা, হুগলি এবং দুই মেদিনীপুরে যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, তা মাঝারি থেকে ভারি বৃষ্টির। ফলে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত পড়তে শুরু করেছে।