২০২১ সালের বিধানসভা ভোটের মুখে চমক দিতে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে পাড়ায় পাড়ায় গিয়ে রেশন সামগ্রী বিলি করতে হয় রেশন ডিলারদের।শুরু থেকেই প্রকল্পের বিরোধিতা করে আসছেন রেশন ডিলাররা। এবার হাইকোর্ট জানাল রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বেআইনি। এই প্রকল্প দেশের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। রেশন ডিলারদের করা আপিল মামলার রায়ে এই কথাই বলল কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। এই রায়ের জেরে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।
West Bengal | Calcutta High Court declares 'Duare Ration', a scheme run by the state govt, as illegal against the National Food Security Act
'Duare Ration' scheme was launched by West Bengal govt under which ration items were provided at the doorsteps of the beneficiaries
— ANI (@ANI) September 28, 2022