জগদীন ধনখরকে পত্র-তোপ মমতা ব্যানার্জির (Photo: PTI Facebook)

কলকাতা, ২৩ এপ্রিল: রাজ্যপাল জগদীপ ধনখরকে (Jagdeep dhankhar) কড়া ভাষায় চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার পাঁচ পাতার চিঠি মুখ্যমন্ত্রী পাঠান রাজভবনে। সেখানে রীতিমতো চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনার নিজেকেই বিচার করা উচিত। আপনার মন্তব্য আমার অফিসকে অপমান করেছে, আমার মন্ত্রিসভাকে অপমান করেছে।" মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার ও মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার উচিত নয়। আপনি বোধহয় ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্যপাল।"

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী লিখেছেন, 'যে রাজ্যের রাজ্যপাল আপনি, সেই রাজ্যের সরকারের প্রতি আক্রমণ করাটাই আপনার কাজ হয়ে উঠেছে।" মুখ্যমন্ত্রী লিখেছেন,, "আপনি নিজেই বিচার করুন-আপনি আমাকে আক্রমণ করেছেন। আমার অফিস ও মন্ত্রিগোষ্ঠীকে আক্রমণ করেছে। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছেন। আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনি রাজ্য সরকারের বিভিন্ন কাজ হস্তক্ষেপ করছেন। এবং কে সাংবিধানিক আচরণ লঙ্ঘন করছেন।" আরও পড়ুন: Coronavirus Lockdown: ৭০ শতাংশ রোগী উপসর্গহীন, ৪ এপ্রিল লকডাউন তুললে করোনা মোকাবিলা চ্যালেঞ্জিং: মুখ্যসচিব রাজীব সিনহা

মুখ্যমন্ত্রী লিখেছেন, "আপনার বার বার তিরস্কার আমাকে এই চিঠি জন সমক্ষে প্রকাশ করতে বাধ্য করেছে। রাজ্যবাসী ও দেশবাসী বিচার করবে কে কী করছে।"