(Photo Credits: Pixabay)

কলকাতা, ১৭ মার্চ: রাস্তার কুকুরদের (Dog Lover) বড্ড ভালবাসত বিশ্বরূপ। সময় পেলেই দিনের যেকোনও সময় সাধ করে খাবার খাওয়াত সে তাদের। চলত দু'পক্ষের আদর-ভালবাসাও। আর কুকুররা তাণ্ডব চালালে যদি কেউ মারতে আসত। তাহলেও তার চরম প্রতিবাদ করত বিশ্বরূপ দাস (Biswarup Das)। যার চরম মাশুল গুনতে হল তাকে। রাতের অন্ধকারে বছর ২৫-র বিশ্বরূপ দাসকে পিটিয়ে খুন করল পাড়ারই বেশ কিছু যুবক। গুরুতর আহত অবস্থায় বিশ্বরূপকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র থানার নবদিগন্ত এলাকায়। ইতিমধ্যেই পঞ্চসায়র (Panchsayar) থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তারক, ধলু এবং আরও বেশ কয়েকজন দুষ্কৃতীর নামে মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে খাবার সময় আচমকাই বিশ্বরূপকে ডাকতে আসে বেশ কয়েকজন পাড়ারই। তখন সে বাইরে গিয়ে দেখে পাড়ার কুকুরদের বেধড়ক পেটাচ্ছে ধলু, তারক। সেটার প্রতিবাদ করতে গিয়েই চরম বচসা বাঁধে দু'পক্ষের মধ্যে। এরপর শুরু হয় হাতাহাতি। অভিযোগ, তারক, ধলু এবং আরও বেশ কয়েকজন যুবক মিলে বেধড়ক পেটাতে শুরু করে বিশ্বরূপকে। ভাঙা কাঁচের বোতল, উইকেট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিশ্বরূপ। বেগতিক পরিস্থিতি দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আরও পড়ুন: Coronavirus Scare In West Bengal: শিক্ষা প্রতিষ্ঠানের পর বন্ধ জাদুঘর-সায়েন্স সিটি, ঘোষণা রাজ্যের 

এরপরই পাড়ারই বেশ কয়েকজন বিশ্বরূপকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভাঙা কাঁচের বোতল দিয়ে মারার জন্য ব্যপক রক্তক্ষরণ হয় বিশ্বরূপের। যার জেরেই মৃত্যুর কোল ঢলে পড়ে সে। এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকেরা।