নয়াদিল্লিঃ দেশজুড়ে যখন উৎসবের(Festival) মেজাজ, তখন আর জি কর কাণ্ডের(RG Kar Rape Case) ন্যায়বিচারের দাবিতে ধর্মতলায়(Dharmatala) আমরণ অনশনে(Hunger Strike) বসেছেন জুনিয়র ডাক্তাররা(Junior Doctors)। এ বার সতীর্থদের সমর্থনে এগিয়ে এলেন রাজধানীর চিকিৎসকেরা। বুধবার দিল্লিতে একদিনের অনশনে বসছেন একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। বিকেলে রয়েছে মোমবারি মিছিলও। আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে সামিল হচ্ছেন দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। বিকেল ৪ টে পর্যন্ত চলবে তাঁদের অনশন। সারাদিন জল পর্যন্ত পান করবেন না তাঁরা। অন্যদিকে গুরু তেজ বাহাদুর হাসপাতালের চিকিৎসকরা আজ কালো ফুতে বেঁধে কলকাতার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন জানাবেন। পাশাপাশি কলকাতার চিকিৎসকদের প্রতিবাদকে সমর্থন জানাতে আজ সন্ধে ৬টায় একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে এইমস-র রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে। প্রসঙ্গত, গত ৯ অগস্ট রাতে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বিদেশেও। দিকে-দিকে গর্জে উঠছেন সাধারণ মানুষ। দিনের পর দিন রাজপথ আগলে পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য সরকারের সামনে বেশ কয়েকটি দাবি রেখেছেন তাঁরা। তাঁদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন চলবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে।
কলকাতার পাশে দিল্লি, একদিনের অনশনে যোগ রাজধানীর ডাক্তারদের
Kolkata medic rape-murder: Delhi docs join Bengal colleagues with hunger strike, candle march.
Doctors at Maulana Azad Medical College in Delhi on Wednesday began a one-day hunger strike to show solidarity with junior doctors in West Bengal who are protesting the brutal rape and… pic.twitter.com/XvAFQXpzyA
— The Munsif Daily (@munsifdigital) October 9, 2024